১৬ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৫, ১৫ মে ২০২৫

বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

মানবিক করিডোর, নিউমুড়িং টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তর ও কাতারে সামরিক সরঞ্জাম কারখানা স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৫টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখা।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি জেলা নেতা দুলাল সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য সেলিম মাহমুদ ও সিপিবি নেতা ইকবাল হোসেন।

নেতৃবৃন্দ বলেন, “জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা না করেই মানবিক করিডোরের মতো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটি জাতির স্বার্থের বিরুদ্ধে চক্রান্ত।” তারা প্রশ্ন তোলেন, “রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে কী অবস্থান? মায়ানমারের সঙ্গে কি কোনো আলোচনা হয়েছে? চীন বা অন্যান্য দেশগুলো কীভাবে এ সিদ্ধান্ত দেখবে?”

নেতৃবৃন্দ আরও বলেন, “ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কি মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থে বাংলাদেশকে গাজা বা ইউক্রেনের মতো যুদ্ধে জড়ানোর চক্রান্ত করছে? মানবিক করিডোরের নামে সামরিক কার্যক্রম শুরু হতে পারে বলে আমরা শঙ্কিত।”

চট্টগ্রাম বন্দরের নিউমুড়িং টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়ার বিরোধিতা করে তারা বলেন, “বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ টার্মিনালটি বিদেশিদের কাছে তুলে দিলে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক নিয়ন্ত্রণ ধীরে ধীরে বিদেশি শক্তির হাতে চলে যাবে।”

নেতৃবৃন্দ কাতারে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের প্রক্রিয়াকেও “জাতীয় নিরাপত্তার জন্য হুমকি” বলে আখ্যা দেন।

মানববন্ধনে বক্তারা অন্তর্বর্তী সরকারকে এসব সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, “দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সাম্রাজ্যবাদী আমেরিকার চক্রান্তে জড়ানোর পদক্ষেপ বন্ধ করতে হবে। জনগণকে সাথে নিয়ে গণআন্দোলনের মাধ্যমে এসব অপকর্ম প্রতিহত করা হবে।”

সর্বশেষ

জনপ্রিয়