১৭ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৬, ১৬ মে ২০২৫

সিদ্ধিরগঞ্জে উদয় জনকল্যাণ সংস্থার কাব্য সন্ধ্যা

সিদ্ধিরগঞ্জে উদয় জনকল্যাণ সংস্থার কাব্য সন্ধ্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উদয় জনকল্যাণ সংস্থার উদ্যোগে ‘উদয় কাব্য সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় শিমরাইল এলাকার একটি রেস্টুরেন্টে এ কাব্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহিম বয়লার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ম্যানেজিং ডিরেক্টর ও ব্যবসায়ী একরামুল হক সেলিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার কাজী সাঈদ।

উদয় জনকল্যাণ সংস্থার উপদেষ্টা সেলিম উদ্দিন বলেন, "বর্তমানে ইন্টারনেটের বদৌলতে শত শত সাহিত্য, সামাজিক ও পেশাভিত্তিক সংগঠন গড়ে উঠেছে। এগুলোর বেশিরভাগই সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করতে ব্যর্থ। অযোগ্য নেতৃত্বের কারণে সমাজে গ্রুপিং ও অস্থিরতা সৃষ্টি হচ্ছে। আমরা একটি দীর্ঘমেয়াদি লক্ষ্য ও উদ্দেশ্য প্রণয়নের মাধ্যমে মেধাবী ও মুক্তচিন্তার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই।"

প্রধান আলোচক কাজী সাঈদ বলেন, "কবিতা মানুষের হৃদয়ের কথা বলে। এটি আনন্দের উৎস ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতিফলন। কবিতা মানবতার জয়গান গায়।"

উদয় জনকল্যাণ সংস্থার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আই এফ এম সেলিম, কবি ও উপস্থাপিকা তাসলিমা আক্তার এবং রলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন করিম, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি. ছলিমুল্লাহ দুলাল, উপদেষ্টা সেলিম উদ্দিন ও অর্থ সম্পাদক কবি এসআই আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ বয়লার কোং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জি.এম ইলিয়াস হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম ও উদয় জনকল্যাণ সংস্থার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল হোসাইন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়