সিদ্ধিরগঞ্জে উদয় জনকল্যাণ সংস্থার কাব্য সন্ধ্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উদয় জনকল্যাণ সংস্থার উদ্যোগে ‘উদয় কাব্য সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় শিমরাইল এলাকার একটি রেস্টুরেন্টে এ কাব্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহিম বয়লার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ম্যানেজিং ডিরেক্টর ও ব্যবসায়ী একরামুল হক সেলিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার কাজী সাঈদ।
উদয় জনকল্যাণ সংস্থার উপদেষ্টা সেলিম উদ্দিন বলেন, "বর্তমানে ইন্টারনেটের বদৌলতে শত শত সাহিত্য, সামাজিক ও পেশাভিত্তিক সংগঠন গড়ে উঠেছে। এগুলোর বেশিরভাগই সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করতে ব্যর্থ। অযোগ্য নেতৃত্বের কারণে সমাজে গ্রুপিং ও অস্থিরতা সৃষ্টি হচ্ছে। আমরা একটি দীর্ঘমেয়াদি লক্ষ্য ও উদ্দেশ্য প্রণয়নের মাধ্যমে মেধাবী ও মুক্তচিন্তার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই।"
প্রধান আলোচক কাজী সাঈদ বলেন, "কবিতা মানুষের হৃদয়ের কথা বলে। এটি আনন্দের উৎস ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতিফলন। কবিতা মানবতার জয়গান গায়।"
উদয় জনকল্যাণ সংস্থার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আই এফ এম সেলিম, কবি ও উপস্থাপিকা তাসলিমা আক্তার এবং রলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন করিম, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি. ছলিমুল্লাহ দুলাল, উপদেষ্টা সেলিম উদ্দিন ও অর্থ সম্পাদক কবি এসআই আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ বয়লার কোং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জি.এম ইলিয়াস হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম ও উদয় জনকল্যাণ সংস্থার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল হোসাইন প্রমুখ।