১৬ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩১, ১৫ মে ২০২৫

সোনারগাঁয়ে সরকারি জমি থেকে ১ হাজার স্থাপনা অপসারণ

সোনারগাঁয়ে সরকারি জমি থেকে ১ হাজার স্থাপনা অপসারণ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে টানা ছয় ঘণ্টাব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে প্রায় ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উচ্ছেদকৃত স্থাপনাগুলোর মধ্যে মিষ্টির দোকান, ঔষধের ফার্মেসি ও অন্যান্য অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ।

অভিযানে পুলিশ, আনসার বাহিনী, ৫০ জন গ্রাম পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি কর্মীরা সহায়তা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, “সরকারি জমি পুনরুদ্ধার ও জনগণের চলাচলের পথ সুগম করতে এ অভিযান পরিচালিত হয়েছে। উচ্ছেদ কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়