১৬ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫১, ১৫ মে ২০২৫

হাতেমকে ‘নির্লজ্জ বেহায়া’ বললেন গিয়াসউদ্দিন

হাতেমকে ‘নির্লজ্জ বেহায়া’ বললেন গিয়াসউদ্দিন

বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেমকে “নির্লজ্জ ও বেহায়া” বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন৷

একইসঙ্গে তিনি হাতেমকে “ফ্যাসিস্টের দোসর” বলেও চিহ্নিত করে বক্তব্য রেখেছেন৷

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জেলা পরিষদের বিপরীত পাশে অবস্থিত ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ধরনের মন্তব্য করেন৷

বিকেএমইএ‘র সভাপতি হাতেমের নাম উল্লেখ করে গিয়াস বলেন, “সে বিগত বছরগুলোতে শেখ হাসিনার পদলেহন করেছে, শেখ হাসিনার পক্ষে শেষ পর্যন্ত বক্তব্য দিয়েছেন তাকে ক্ষমতায় রাখার জন্য। তারপরও নির্লজ্জ বেহায়ার মতো বাইরে বেরিয়ে আবার এই সরকারের পদলেহন করে বেড়াচ্ছে৷”

গিয়াস বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে তার যে নেত্রী ছিল, সেই শেখ হাসিনা খুনি ছিল, সে পালিয়েছে দেশ ছেড়ে। এখন আবার টাকা পয়সা দিয়ে বিভিন্ন উপায়ে সে আবার এই সমাজে চেপে বসেছে, এটার আমরা তীব্র নিন্দা জানাই।”

সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এক সাংবাদিক মোহাম্মদ হাতেমকে "ফ্যাসিস্টের দোসর” মন্তব্য করে তার হাত থেকে সম্মাননা গ্রহণ করতে অস্বীকৃতি জানান৷ গিয়াসউদ্দিন ওই সাংবাদিকের প্রশংসা করেন৷

তিনি আরও বলেন, “তার সাথে যারা ওঠাবসা করে, আমার দলেরও কোন কোন নেতা গার্মেন্টস খায়, তাদেরকে আমি ঘৃণা করি। নীতি-নৈতিকতা নাই৷ একটা গার্মেন্টস পাইলেই ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরের অফিসে যায়। তার সেবাদাস হয়ে কাজ করে।”

বিএনপির সাবেক এ সংসদ সদস্য বলেন, “আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন, কাউকে রেহাই দিচ্ছেন না৷ কোনো অভিযোগ ওনার নলেজে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। দেশের বিভিন্ন জেলা, থানায়, অনেককেই বিভিন্ন অনৈতিক কাজ করার জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমান কাউকে ছাড় দিবে না, কারণ ওনার একমাত্র লক্ষ্য হলো দেশ এবং জনগণের কল্যাণ। এবং এই দলটিকে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করা। কোন অপকর্ম ও অন্যায়কারী কেউ রক্ষা পাবে না৷ বিএনপি থেকে উনি ব্যবস্থা নিবেন।”

“উনি তো অনেক উচ্চ পর্যায়ে আছেন৷ কিন্তু আমরা যারা ওনার প্রতিনিধিত্ব করি নিচের পর্যায়ে, আমাদেরও দায়িত্ব ওনার নির্দেশনা বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা। নিম্নস্থান থেকে উপর পর্যন্ত যেখানে যে বিপদগামী হবে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তারেক রহমান দেশে আসার আগেই এই দলটাকে সুন্দর করে রাখতে হবে। তারেক রহমান এসে যেন একটা ভালো মানুষের সংগঠন পায়। তাহলে ওনি ভালো কিছু করতে পারবে।”

সর্বশেষ

জনপ্রিয়