১৬ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১১, ১৫ মে ২০২৫

সাংবাদিক জিসান-মিথুনের মুক্তি দাবি রফিউর রাব্বির

সাংবাদিক জিসান-মিথুনের মুক্তি দাবি রফিউর রাব্বির

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি ফেসবুকে এক পোস্টে সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান ও তার চাচা ফুড ব্লগার শওকত মিথুনের মুক্তি দাবি করেছেন। 

রফিউর রাব্বি বলেন, গত সোমবার রাতে পুলিশ জিসান ও মিথুনকে গ্রেপ্তার করে। গত শুক্রবার সকালে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারকালে বাধা প্রদানের অভিযোগে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। তবে রাব্বির দাবি, গ্রেপ্তারের সময় জিসান ও মিথুন কুষ্টিয়ায় ছিলেন এবং ঘটনার সময় নারায়ণগঞ্জে উপস্থিত ছিলেন না।

রাব্বি আরও জানান, মিথুনের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও ওই মামলায় আসামি করা হয়েছে। মিথুনের পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের ষড়যন্ত্রেই তাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

মঙ্গলবার আদালতে হাজির করা হলে জিসান বলেন, “মৃত্যুর মুখে দাঁড়িয়ে যে বিএনপিকে ঘরে ঘুমানোর ব্যবস্থা করলাম, তারাই আজ আমাকে জেলে ঢুকাল।”

রফিউর রাব্বি তার পোস্টে উল্লেখ করেন, শেখ হাসিনা শাসনামলে যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে গায়েবী মামলা ও মিথ্যা অভিযোগে মানুষকে হয়রানি করা হতো, বিএনপির কিছু নেতাকর্মী এখন একই পথ অনুসরণ করছে। তিনি বলেন, “এখনই এই দল বিক্রি-করা ও দল-ডোবানো নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি।”

রফিউর রাব্বি জিসান ও মিথুনসহ প্রতিহিংসামূলক মামলায় গ্রেপ্তারকৃত সকলের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সর্বশেষ

জনপ্রিয়