১৭ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৩, ১৬ মে ২০২৫

ফতুল্লায় বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

ফতুল্লায় বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কাশীপুর ইউনিয়নের মধ্যপাড়া বেপারীবাড়ী এলাকায় রোকন উদ্দিন স্মৃতি শিক্ষা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বেপারীবাড়ী একতা সংসদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ মার্চ) বিকেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা।

বেপারীবাড়ী একতা সংসদের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং এভারগ্রিন কিন্ডার কেয়ার স্কুলের প্রধান শিক্ষক মো. আজাহার উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের কনসালটেন্ট ডা. কামরুজ্জামান সুজন, কাশীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ সাহা, বেপারী বাড়ী একতা সংসদের সভাপতি ইব্রাহিম বেপারী, দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. আবুল কাশেম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন ইউনিটি ফোরাম নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূর আলম সিদ্দিকী, বেপারীবাড়ী একতা সংসদের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক সেলিম সারোয়ার, সমাজসেবক খায়রুল বাশার ভুট্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

জনপ্রিয়