ফতুল্লায় ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তুহিন গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পাগলা বাজারস্থ আলহাজ আফসার করিম প্লাজার সামনে গত ১ মে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু (৫৪) নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় র্যাব-১১ এর অভিযানে সন্দেহভাজন আসামি মো. তুহিন মিয়া (৩২) গ্রেফতার হয়েছে।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (১৬ মে) বিকেল ৪টা ৫ মিনিটে ফতুল্লার পিলকুনি এলাকা থেকে তুহিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইন, হত্যা চেষ্টা, মাদক ও চুরিসহ ৮টি মামলা রয়েছে। তুহিনের বাড়ি ঢাকার কদমতলীর শ্যামপুর অংশের ঢাকা ম্যাচ কলোনিতে।
র্যাব জানায় গত ১ মে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জাহিদুল ইসলাম নান্টু তার ব্যক্তিগত টয়োটা হ্যারিয়ার গাড়িতে ড্রাইভার শাহীনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এসময় মুন্সিখোলা এলাকা থেকে তিনজন অজ্ঞাতনামা সন্ত্রাসী মোটরসাইকেলযোগে এসে তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়।
গুলিতে নান্টুর বাম হাত, বুকে ও পেটে গুলি লাগে। ড্রাইভার দ্রুত তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে আজগর আলী হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
এ ঘটনায় নান্টুর বড় ভাই নুরুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা থানায় অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
মামলার পর থেকে র্যাব-১১, সিপিসি-১ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তুহিনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় র্যাব-১১ আরও জানায়, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।