২২ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩১, ১০ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ

শ্রমজীবী মানুষের জীবনে বৈষম্যের শৃঙ্খল ছিন্ন হয়নি: রাজেকুজ্জামান

শ্রমজীবী মানুষের জীবনে বৈষম্যের শৃঙ্খল ছিন্ন হয়নি: রাজেকুজ্জামান

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক সমাবেশ ও শহরে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমরেড রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর অন্যতম শীর্ষ নেতা।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আবু নাঈম খান বিপ্লব।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি এম এ মিল্টন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক এস এম কাদির। সমাবেশে গণসংগীত পরিবেশন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা।

রাজেকুজ্জামান রতন বলেন, দেশের ৭ কোটি ৩৭ লাখ শ্রমিকের শ্রমের উপর ভিত্তি করে বাংলাদেশ আজ উৎপাদন, উন্নয়ন এবং অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু শ্রমজীবী মানুষের জীবনে বৈষম্যের শৃঙ্খল ছিন্ন হয়নি। তিনি বলেন, "শ্রমিকরা উৎপাদন বাড়ায়, রপ্তানি বাড়ায়, রেমিটেন্স বাড়ায়, কিন্তু তাদের ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠিত হয় না।"

তিনি আরও উল্লেখ করেন, শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার সংকুচিত করা হয়েছে। কর্মক্ষেত্রে শ্রমিক মৃত্যুর ক্ষতিপূরণ মাত্র ২ লাখ টাকায় সীমাবদ্ধ, যা ন্যায্য নয়।

সমাবেশে নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য মজুরি, গণতান্ত্রিক শ্রম আইন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, পেনশন ও সামাজিক সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

নেতৃবৃন্দ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সহসভাপতি তাজুল ইসলামের নামে দায়েরকৃত হয়রানিমূলক 'মিথ্যা' মামলা প্রত্যাহার, মাস্টার টেক্সটাইলের শ্রমিকদের প্রাপ্য পাওনা অবিলম্বে পরিশোধ ও আর এন গার্মেন্টসের শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার দাবি জানান। 

সর্বশেষ

জনপ্রিয়