বিজয় দিবসে সুবিধাবঞ্চিতদের পাশে এনজিবি
১৬ই ডিসেম্বর বাঙালির গৌরবময় মহান বিজয় দিবস। যে দিনে অর্জিত হয়েছে লাল-সবুজের পতাকা, সেই দিনটিকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে মানবতার সেবায় উৎসর্গ করেছে নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)। বিজয়ের ৫৪ বছর পূর্তিতে সমাজের সুবিধাবঞ্চিত ও ভাসমান মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনটি বিশেষ খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের উদ্যমী তরুণ সদস্যরা নিজ হাতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার পৌঁছে দেন।
খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এনজিবির আহ্বায়ক মো. মেহরাব হোসেন প্রভাত এবং সদস্য সচিব মো. আলিফ দেওয়ান।
এ সময় তারা বলেন, “বিজয় মানে কেবল একটি ভূখ- অর্জন নয়; বিজয় মানে বৈষম্যহীন সমাজ গড়া। আজকের এই দিনে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা বিজয়ের আনন্দ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই মহতী উদ্যোগে অংশ নেওয়া সকল উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাই।”
এনজিবির সিদ্ধিরগঞ্জ থানা সংগঠক মো. সাকিব হাসান বলেন, “আজ রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধা খাবার পেয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, ‘সবাই তো পতাকা নিয়া ঘোরে, আজ আমাগো কথা কেউ মনে রাখছে দেইখা আপনাগো জন্য অনেক দোয়া করতাছি।’ তার এই কথাই আমাদের কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। বিজয় দিবসে আমাদের অঙ্গীকার ছিল, যেন কোনো মানুষ ক্ষুধার্ত না থাকে। সাধ্যের মধ্যে অভাবী মানুষদের একবেলা ভালো খাবার পৌঁছে দিতে আমরা চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।”
দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনজিবির সিদ্ধিরগঞ্জ থানা সংগঠক মো. নাসির, মো. ইমন, মো. লাবিব হাসান, মো. তামিম আহমেদ, নাবিল দেওয়ানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।





































