মুনাফেকদের দল থেকে সাবধান থাকতে হবে: আশা
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, কিছু দল আছে দেখতে ভালো কর্ম খারাপ তাদের কাছে সাবধান থাকতে হবে; এ মুনাফেকদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আমাদের যেন আল্লাহ তাদের চেনার এবং বোঝার তৌফিক দান করেন।
মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) ধামগড় ইউনিয়ন ২৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন তেলওয়াত ও মিলাদ মাহফিলে অতিথি হিসেবে বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, চব্বিশের এই গণঅভ্যুত্থানটা কিন্তু আমাদের সকলের এটাকে দয়া করে কেউ ব্যক্তিগত বা দলীয় বানানোর চেষ্টা করবেন না। আপনারা দেখেছেন স্বাধীনতার যুদ্ধটাকে নিয়ে এত বেশি কথা বলা হয়েছে আজকে কিন্তু মানুষ এটা শুনতে চায় না। যেইভাবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলেছে এখন কিন্তু মানুষের মন থেকে এটা নষ্ট করে ফেলেছে। কিন্তু মহান ৭১ যে মুক্তিযোদ্ধারা ছিলেন তারা আমাদের সূর্য সৈনিক ছিলেন।
তিনি আরও বলেন, এই ২৪ এর গণঅভ্যুত্থান নিয়ে যদি অতিরঞ্জিতভাবে আমরা বারবার বারবার বলতে থাকি তাহলে একটা সময় এটাও নষ্ট হবে। আমি এই ২৪ অভ্যুত্থান এর সাথে জড়িত যারা যারা আছেন আমি সকলের প্রথমত সুস্বাস্থ্য কামনা করি। সেই সাথে তাদের দীর্ঘায়ু কামনা করি।
তিনি বলেন, গণতন্ত্রের মা যিনি তার সারাজীবন সুখ শান্তি বিসর্জন দিয়েছেন এই মাটি এবং এই মানুষের জন্য। তিনি আজকে খুব অসুস্থ অবস্থায় আছেন তার সুস্বাস্থ্য কামনা করি।
অনুষ্ঠানে ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজদ হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীরা।





































