সাধারণ পাঠাগারের উদ্যোগে বিজয় দিবস উদযাপন
সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করেন সাধারণ পাঠাগারের সভাপতি মো. কুতুবউদ্দিন শাহীন, সাবেক সভাপতি শামসুল হক ও সাবেক সভাপতি মঈন আহসান।
সকাল ৯টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য ক্যাপ্টেন রেসালউদ্দিন আহমেদ।
সন্ধ্যায় পাঠাগার চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় “বৈষম্যহীন জাতি গঠনে মহান মুক্তিযুদ্ধ: প্রেক্ষিত গণঅভ্যুত্থান ২০২৪” শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম।
তিনি বলেন, “মহান বিজয় দিবস পালন তখনই সার্থক হবে, যখন আমরা বাংলার এই জনপদকে একটি নিরাপদ ও শান্তিময় সমাজ হিসেবে গড়ে তুলতে পারব। এই লক্ষ্য পূরণে দীর্ঘদিনের ব্যর্থতার ফলেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। আলোকিত মানুষদের জীবন ও আদর্শ অনুসরণ করলেই জাতি সঠিক পথের সন্ধান পেতে পারে। সাধারণ পাঠাগার সমাজের প্রগতিশীল দর্পণ। বৈষম্যহীন ও সুন্দর জীবনের জন্য আমাদের প্রয়োজন আলোকিত মানুষ।”
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠক কাশেম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ পাঠাগারের উপদেষ্টা শমসের আলী ও চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের স্বত্বাধিকারী আব্দুস সাত্তার। আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আলো আরজুমান বানু এবং সাধারণ পাঠাগারের সাবেক সভাপতি মঈন আহসান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাধারণ পাঠাগারের সভাপতি মো. কুতুবউদ্দিন শাহীন।





































