নেতা-কর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাসুদের
নেতা-কর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মো. মাসুদুজ্জামান মাসুদ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে মাসুদুজ্জামান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আহ্বান- ব্যক্তিগত মতভেদ ভুলে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন এবং ধানের শীষের পক্ষে একযোগে কাজ করুন।
তিনি আরও বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আদর্শের কথা বলেছেন, ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’- এই মূলনীতিকে সর্বাগ্রে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতলে ঐক্যবদ্ধ।”





































