রিকশা ভাড়াকে কেন্দ্র করে অপহরণ নাটক, ২ যুবক আটক

নারায়ণগঞ্জের বন্দরে সাজানো মিথ্যা অপহরণের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাতে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বন্দর উপজেলার মদনগঞ্জ বকুলতলা এলাকার রিকশা গ্যারেজ মালিক বাচ্চু মিয়ার ছেলে শাহরিয়ার (২৬) ও একই এলাকার শফিকুল ইসলাম মিয়ার ছেলে বাবু ইসলাম (২২)।
পুলিশ জানায়, ওই রাতে বাবু ইসলাম তার অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহনে বের হন। একপর্যায়ে ফরাজিকান্দা এলাকার বাসিন্দা পরিচয়দানকারী জিনমুরাইল ও এক অজ্ঞাত যুবক যাত্রী হিসেবে ওঠেন। তারা কয়েক ঘণ্টা রিকশায় ঘুরে ভাড়া না দিয়েই অজ্ঞাত যুবক কৌশলে নেমে পালিয়ে যান। এরপর ভাড়া চাওয়াকে কেন্দ্র করে চালক বাবু ও যাত্রী জিনমুরাইলের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এ সময় গ্যারেজ মালিকের ছেলে শাহরিয়ার ঘটনাস্থলে এলে যাত্রী জিনমুরাইল জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে মিথ্যা অপহরণের অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রী জিনমুরাইলকে উদ্ধারসহ বাবু ও শাহরিয়ারকে আটক করে থানায় নিয়ে যায়।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে আটককৃতদের পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।