১২ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৪, ১১ অক্টোবর ২০২৫

ডেঙ্গু চিকিৎসার জন্য নারায়ণগঞ্জে ডেডিকেটেড হাসপাতালের দাবি

ডেঙ্গু চিকিৎসার জন্য নারায়ণগঞ্জে ডেডিকেটেড হাসপাতালের দাবি

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, বিনামূল্যে পরীক্ষা, ঔষধ ও চিকিৎসা নিশ্চিত করা এবং নারায়ণগঞ্জে ডেডিকেটেড হাসপাতালের ব্যবস্থা করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় ২ নং রেল গেইটে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম।

নেতৃবৃন্দ বলেন, “গত এক দশক ধরে সারাদেশে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপ বেড়েছে, এবছর তা ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, অসংখ্য মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। কিন্তু নারায়ণগঞ্জে যথাযথ উদ্যোগ নেই। চিকিৎসার ব্যয়ভার বেশি হওয়ায় অনেকে চিকিৎসা নিতে পারছে না। মশা নিধনে বাজেট থাকলেও তা সঠিকভাবে ব্যয় হচ্ছে না। নারায়ণগঞ্জের দুটি সরকারি হাসপাতালেও চিকিৎসার আয়োজন অপ্রতুল।”

নেতৃবৃন্দ দাবি করেন, “অবিলম্বে নাসিক, সিভিল সার্জন ও জেলা প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ডেঙ্গু ও চিকনগুনিয়া পরীক্ষা, ঔষধ বিনামূল্যে দিতে হবে এবং উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জে ডেডিকেটেড হাসপাতালের ব্যবস্থা করতে হবে।”
 

সর্বশেষ

জনপ্রিয়