নির্বাচন যতক্ষণ না হবে, আমরা রাজপথ ছাড়ব না: গিয়াসউদ্দিন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “শেখ হাসিনা তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে গণতন্ত্র ধ্বংস করেছেন। তাই আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এই সংগ্রামে শেখ হাসিনার পতন হয়েছে, তিনি সহযোগীদের নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন। আজকের স্বৈরশাসক পলাতক এবং তাদের দোসররা এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, যাতে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পরিবর্তিত না হয়।”
শনিবার (১১ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী এলাকায় ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি বদ্ধপরিকর। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিকল্প আর কিছু নেই। নির্বাচন যতক্ষণ না হবে, আমরা রাজপথ ছাড়ব না। দেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে, দেশকে উন্নতির পথে ফিরিয়ে আনতে এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে একমাত্র বিএনপিই সক্ষম।”
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, অ্যাড. মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, সাধারণ সম্পাদক জামাল প্রধান, মমতাজ উদ্দিন মন্তুু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, সদস্য শহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি কাজী শাকিল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হীরা, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, তোফাজ্জল হোসেনসহ আরও অনেকে।