১২ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৮, ১১ অক্টোবর ২০২৫

জোসেফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

জোসেফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর এলাকায় মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কে.এম. মাজহারুল ইসলাম জোসেফের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে বৈরী আবহাওয়ার মধ্যেও গোগনগর বড় মসজিদ এলাকায় প্রধান অতিথি মাজহারুল ইসলাম জোসেফ শিবিরের উদ্বোধন করেন। এ সময় মহানগর যুবদল নেতা মাহমুদুল হাসান মাসুমসহ স্থানীয়দের সহযোগিতায় ফ্রি চক্ষু পরীক্ষা, বিনামূল্যে ঔষধ এবং চশমা বিতরণ করা হয়।

শিবিরের সার্বিক আয়োজন পরিচালনা করেছে সহিতুন নেছা চক্ষু হাসপাতাল (রফিক শাহনাজ ফাউন্ডেশনের প্রকল্প)। চিকিৎসা সেবা তত্ত্বাবধান করেছেন ডা. সৈকত কুমার দাস, যেখানে প্রায় পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চোখের পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জোসেফ বলেন, “বিগত সরকারের ব্যর্থতার কারণে সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা সেবার থেকেও বঞ্চিত। মহানগর যুবদল জনগণের পাশে থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা চাই জনগণ সুস্থ ও সচেতন থাকুক এবং নিজের অধিকার সম্পর্কে জাগ্রত হোক। চোখের আলো যেমন জীবনের আলো, তেমনি জনগণের সচেতনতা গণতন্ত্রের আলো।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে সমাজের নিম্নবিত্ত মানুষের পাশে আমরা আছি। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।”

পরিশেষে জোসেফ সহিতুন নেছা চক্ষু হাসপাতাল ও সকল সহযোগীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, যুবদল নেতা আতিকুর রহমান সবুজ এবং স্থানীয় অন্যান্য বাসিন্দারা।

সর্বশেষ

জনপ্রিয়