ছাত্র ফেডারেশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা আয়োজন করেছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জের অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভা শুরু হয় ১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দুই মিনিট নীরবতা পালন দিয়ে। সাধারণ সম্পাদক সৌরভ সেন সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন জেলার সভাপতি সাইদুর রহমান।
উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর ও জেলার শুরা সদস্য, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধি।
সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি সাইদুর রহমান। তিনি বলেন, “আমরা জুলাই অভ্যুত্থান এবং ছাত্র সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্য সামনে রেখে কাজ চালিয়ে যাব। নারায়ণগঞ্জের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন, সরকারি মেডিকেল কলেজ নির্মাণ এবং শ্রমিক অঞ্চলে ডে-কেয়ার সেন্টার স্থাপনের মতো দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করব।”
সভায় জেলা ও শাখা কমিটির সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।