ভূমিকম্প-অগ্নি সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও ভিডিওচিত্র প্রদর্শন

নারায়ণগঞ্জে ভূমিকম্প ও অগ্নি নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দেওভোগের নারায়ণগঞ্জ সিটি পার্কের মুক্তমঞ্চে লিফলেট বিতরণ ও বিশেষ ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেশব্যাপী এই কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জে আয়োজনটি করা হয়েছে। মাসব্যাপী চলমান এ কার্যক্রমে জেলা জুড়ে বিভিন্ন শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রধান অতিথি নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন উপস্থিত জনসাধারণকে দুর্যোগ মোকাবিলার নানা কৌশল প্রদর্শন করেন।
তিনি বলেন, “নারায়ণগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ শহর। বিভিন্ন দুর্ঘটনার মূল কারণ মানুষের অসাবধানতা। বিশেষ করে অগ্নিকাণ্ড ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কমাতে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। আমাদের ভিডিওচিত্র প্রদর্শন ও লিফলেট বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি মানুষকে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “শহরে বড় বড় ভবনগুলো অপরিকল্পিতভাবে নির্মিত হওয়ায় ঝুঁকি বেশি। তাই আমরা ভূমিকম্প মোকাবিলার বিষয়ে মানুষকে অবহিত করছি। এই কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান, ওয়ার হাউস ইন্সপেক্টর সারোয়ার হোসেন এবং অন্যান্য কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।