শত অত্যাচার-নির্যাতনের পরীক্ষায় জামায়াত উত্তীর্ণ: মাওলানা জব্বার

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, “আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। শত অত্যাচার, নির্যাতন ও ফাঁসির পরীক্ষায় জামায়াত উত্তীর্ণ হয়েছে। অতএব জামায়াতের কর্মীদের ট্যাগিং ও মিথ্যাচার করে থামিয়ে দেওয়া যাবে না।”
শনিবার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের চর সৈয়দপুর এলাকায় জামায়াতের আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “যারা আল্লাহ ছাড়া কাওকে ভয় করে না, যারা কুরআন ও হাদিস থেকে জ্ঞান অর্জন করে সমাজ পরিবর্তন করতে চায়, তারা একমাত্র আল্লাহকেই ভয় পায়। দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তিকে নয়।”
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, থানা আমীর খলিলুর রহমান টিটু, থানা সেক্রেটারি আলী আহমেদ, থানা যুব বিভাগের সভাপতি আক্তার হোসেন এবং গোগনগর এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।