সাহিত্য জোটের মাসিক সভা

সাহিত্য জোট নারায়ণগঞ্জের উদ্যোগে মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৫ম তলায় এ সভা বসে। দীর্ঘ ৩৭ বছর ধরে প্রতি মাসের প্রথম শুক্রবার নিয়মিতভাবে এই সাহিত্য সভার আয়োজন করে আসছেন আহ্বায়ক আবদুর রহমান।
সভায় ঢাকা ও গাজীপুরসহ দূরদূরান্ত থেকে কবি-সাহিত্যিকেরা অংশ নেন। কবিদের কবিতা পাঠে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি শাহানা মান্নান বুলবুল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক শরিফউদ্দিন সবুজ এবং কবি চঞ্চল মেহমুদ কাশেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি রাজ লক্ষী।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও গান পরিবেশিত হয়। কবিতা পাঠ করেন- বিশিষ্ট ছড়াকার এস. এ. শামীম, ড. শহীদুল্লাহ আনসারি, এস. এ. শাহাবুদ্দিন, কবি জয়নাল আবেদীন জয়, কবি কামাল সিদ্দিকী, কবি আল আশরাফ বিন্ধু, ছড়াকার চাঁন মিয়া চান্দু, শিল্পী ও ‘৫০ ঊর্ধ্ব কফি হাউজ শেষ বেলা’র সভাপতি মো: শাহ্ আলম, কবি শুক্কুর মাহমুদ জুয়েল, কবি আবুল কাশেম, ডান্ডিবার্তা পত্রিকার বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিম, কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগারের সভাপতি কবি মো. শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ সভাপতি কবি কাজী আনিসুল হক হীরা, আবৃত্তি শিল্পী মিথুন খান, কবি এড. মনি গাঙ্গুলী, কবি সালমা ডলি, কণ্ঠশিল্পী আখি আলম, ছড়াকার মোস্তফা কামাল সোহাগ, কবিয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা লাল, কবি সাদ্দাম মোহাম্মদ, কবি সায়মন আহমেদ, কবি জুবায়ের আহমেদ, অরবিন্দ সাহা, কবি রুহুল আমিন রুদ্র ও কবি মানিক প্রধান।
আলোচক শরিফউদ্দিন সবুজ কবিতা লেখার ছন্দ, মার্তাভঙ্গি ও শৈলী নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, “আজকের আসরে কবিদের লেখা, ছড়া ও গান সত্যিই প্রশংসনীয় হয়েছে।”