০৬ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৫

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনা সভা

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনা সভা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম ও সাহিত্যিক অবদানের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বাসদ জেলা কার্যলয় মিলনায়তনে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক প্রদীপ সরকার। বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, চারণ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ জুয়েল সাহা, ভবানী শংকর রায়, দীনা তাজরীন, জামাল হোসেন ও সেলিম আলদীন।

নেতৃবৃন্দ বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা রাজপথ ও লেখনির মাধ্যমে আন্দোলন করেছিলেন। আজকের প্রেক্ষাপটে তারা যে অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তাপ্রধান চেতনা তুলে ধরেছেন, তা আমাদের অনুসরণীয়।

সভায় বক্তারা উল্লেখ করেন, সাম্প্রদায়িক ও রাষ্ট্রীয়ভাবে সমর্থিত হামলা, নারীর উপর আক্রমণ ও সাংস্কৃতিক আয়োজনে বাধা ইত্যাদি ঘটছে, যা ’৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ’২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে ধ্বংসের চেষ্টা করছে।

নেতৃবৃন্দ আরও বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলকে বিভিন্নভাবে বিভাজনমূলক চিহ্ন দিয়ে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, অথচ তারা উভয়ই অসাম্প্রদায়িক ও সমন্বিত সাংস্কৃতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করেছেন।

আলোচনা সভার শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মীরা রবীন্দ্র ও নজরুলের গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

সর্বশেষ

জনপ্রিয়