২৯ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:১৪, ২৮ আগস্ট ২০২৫

আইনজীবী সমিতির নির্বাচন: ফলাফলের অপেক্ষায় ‘মাইকে’ কান সকলের

আইনজীবী সমিতির নির্বাচন: ফলাফলের অপেক্ষায় ‘মাইকে’ কান সকলের

দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফলের অপেক্ষায় আছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫-২৬) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সাড়ে ৪টার পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ ঘোষণা করে এবং ভোট গণনা শুরু করে।

আদালত প্রাঙ্গণজুড়ে তখন থেকেই প্রার্থী ও তাদের সমর্থকদের ভিড় জমে। সন্ধ্যা পেরিয়ে রাত বাড়লেও ফলাফলের অপেক্ষায় আদালকপাড়াতেই অবস্থান তাদের। কেউ ফলাফলের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন, কেউ আবার নির্বাচনী ক্যাম্পে রাজনৈতিক আলাপ জমাচ্ছেন। তবে, সকলেই কান পেতে আছেন বার ভবনের মাইকের ঘোষণা শোনার অপেক্ষায়।

এর আগে দিনভর সাধারণ আইনজীবীদের বাইরে রাজনৈতিক নেতাদের আনাগোনা ছিল আদালতপাড়ায়।

এবারের নির্বাচনে তিনটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঘোষিত নীল প্যানেলে সভাপতি পদে অ্যাড. সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক পদে অ্যাড. এইচএম আনোয়ার প্রধান।

জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঘোষিত সবুজ প্যানেলে সভাপতি পদে অ্যাড. এ হাফিজ মোল্লাহ, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. মাঈন উদ্দিন মিয়া।
আইনজীবী ঐক্য পরিষদ রেজা-গালিব প্যানেলে সভাপতি পদে অ্যাড. রেজাউল করিম খান রেজা, সাধারণ সম্পাদক পদে অ্যাড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিব।
এছাড়া সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাড. মোহাম্মদ আলী।

ভোটগ্রহণ চলাকালে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কোনো প্রার্থীর পক্ষ থেকেও এমন অভিযোগ ওঠেনি। যদিও ভোটগ্রহণের আগে প্রচারণায় প্রার্থীদের চাপ প্রয়োগের অভিযোগ ও ভোটে কারচুপির শঙ্কা প্রকাশ করেছিলেন জামায়াত সমর্থিত প্যানেল ও বিএনপির বিদ্রোহী রেজা-গালিব প্যানেলের প্রার্থীরা।

এদিকে, সন্ধ্যা পৌনে আটটার দিকে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, “ইনশাআল্লাহ আমরা নারায়ণগঞ্জ বারে পূর্ণ প্যানেলে বিজয়ের পথে।”

যদিও যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, বিএনপি সমর্থিত নীল প্যানেল এগিয়ে আছে। তার ভাষায়, “আমরা আশাবাদী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নির্বাচিত হবে ইনশাআল্লাহ।”

দিনভর ভোট শেষে এখন মূল প্রতীক্ষা রাতভর গণনা শেষে ফলাফল ঘোষণার। কে হাসবেন শেষ হাসি- সে খবর শোনার অপেক্ষায় অধীর হয়ে আছেন প্রার্থীরা ও তাদের সমর্থকেরা।

সর্বশেষ

জনপ্রিয়