পিআর ছাড়া নির্বাচন নয়: মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “পিআর ছাড়া নির্বাচন নয়। পিআর হলে স্বৈরাচার উত্থান হবে না।”
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বন্দর থানা উত্তরের যৌথ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, বন্দর থানা উত্তরের সভাপতি ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মোঃ আব্দুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, “আগামী ১২ সেপ্টেম্বর চাষাড়া শহীদ মিনারে বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে গণসমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে।”
এছাড়া বন্দর থানা দক্ষিণের উদ্যোগেও যৌথ সভা অনুষ্ঠিত হয়।