সাবদীতে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জুলুস মিছিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত কলাগাছিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে জুলুস মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় বন্দর উপজেলার সাবদী এলাকা থেকে মিছিলটি বের হয়।
বাশের কেল্লা দরবার শরীফের ইসলাম প্রচারক মোহাম্মদ শাইয়িন কাদরী নেওয়াজ সিদ্দিকীর তত্ত্বাবধানে এবং দরবার শরীফের খাদেম মনিরুজ্জামান স্বপনের সহযোগিতায় আয়োজিত এ মিছিলে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির। প্রধান মেহমান ছিলেন দেওভোগ সাকিম আলী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ তামিম বিল্লাহ।
এছাড়া অংশ নেন কুতুববাগ ঐতিহাসিক জামে মসজিদের সহকারি খতিব আলহাজ্ব মাওলানা নোমান আল কাদেরী, মাওলানা আলাউদ্দিন জেহাদী, মাওলানা হাফেজ মোঃ আব্দুল্লাহসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।