০৬ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:২৯, ৪ সেপ্টেম্বর ২০২৫

দৈনিক বাংলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

দৈনিক বাংলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

দৈনিক বাংলা পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।

এ সময় দৈনিক বাংলা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সেলিম আহমেদ ডালিম বলেন, “দৈনিক বাংলা আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ ও পাঠকের চাহিদা পূরণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। নগরবাসীর নানা দুর্ভোগ বিশেষ করে যানজট নিরসনেও ভূমিকা রাখবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকে সংবাদ প্রকাশ অব্যাহত থাকবে।”

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, “দৈনিক বাংলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পত্রিকাটি আরও এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা।”

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও এনটিভির প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন বলেন, “দৈনিক বাংলাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। আগামীর পথচলা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তমিজ উদ্দিন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফ হোসাইন কনক, দৈনিক বাংলার ফটো সাংবাদিক পাপ্পা ভট্টাচার্য, প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক সংবাদের প্রতিনিধি প্রণব কৃষ্ণ রয়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়