আরপি সাহা বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষকের অব্যাহতির দাবি

আওয়ামীলীগের সাথে সংশ্লিষ্টতা ও জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে দুই শিক্ষকের অব্যাহতির দাবি জানিয়েছে রণদা প্রসাদ সাহা (আর পি সাহা) বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার (৩১ আগস্ট) সকালে ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দুই শিক্ষকের অব্যাহতি চেয়ে লিখিত দাবি জানায়।
অভিযুক্ত শিক্ষকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. সেলিনা আক্তার ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুর রহমান।
ড. সেলিনা হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ-৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পত্র সংগহ করেন এবং দ্বাদশ নির্বাচনেও সংরক্ষিত আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ৫ আগস্ট পরবর্তীতে এসব কারণে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আরপি সাহা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
আরিফুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রাক্তন কর্মী। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকাকালীন জুলাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ ও হয়রানি করেন।
এসব অভিযোগ করে আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থীরা রেজিস্টার বরাবর লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। পরবর্তীতে শিক্ষার্থীদের জানানো হয় অভিযুক্ত দুই শিক্ষক মৌখিকভাবে চাকরি থেকে নিজেরাই অব্যাহতি নিয়েছেন এবং আগামীকাল আনুষ্ঠানিকভাবে তারা লিখিতভাবে চাকরি থেকে অব্যাহতি নিবেন।
এ বিষয়ে শিক্ষার্থীরা জানায়, জুলাই আন্দোলনে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন। আমরা ফ্যাসিস্টমুক্ত ক্যাম্পাস গড়তে এই দাবি জানিয়েছি এবং যদি তা না হয় ক্লাস বর্জনের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত দিয়েছি পরবর্তীতে লিখিত অভিযোগ দিলে আমাদের আশ্বস্ত করা হয়। আমরা আগামীকালের আনুষ্ঠানিক অব্যাহতির অপেক্ষায় আছি।