গণসমাবেশ সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন শহর শাখা দক্ষিণের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় নগর কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। প্রধান বক্তা ছিলেন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ দেন মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম এবং প্রশিক্ষণ সম্পাদক মোঃ মেহেদী হাসান।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম সরদার এবং সঞ্চালনা করেন আরিফ উল্লাহ জাদরান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেন, “আগামী নির্বাচন পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে দেওয়ার দাবিতে এ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকল শাখায় এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।”
তিনি আগামী ১২ সেপ্টেম্বর চাষাড়া শহীদ মিনারে গণসমাবেশ সফল করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।