০৬ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২৩:৪৯, ৫ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির মিছিলে আজমেরী ওসমানের সহযোগী সন্দেহে এক ব্যক্তিকে মারধর

বিএনপির মিছিলে আজমেরী ওসমানের সহযোগী সন্দেহে এক ব্যক্তিকে মারধর

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় আওয়ামী লীগ বিরোধী মিছিল থেকে আজমেরী ওসমানের সহযোগী সন্দেহে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ৪০/৫০ জনের মিছিলটি মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়ে চাষাড়া মোড়, রাম বাবুর পুকুরপাড়, ব্যাংক কলোনী ঘুরে পুনরায় চাষাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ আরও অনেকে।

অভিযোগ রয়েছে, মিছিলটি রাম বাবুর পুকুরপাড় এলাকায় পৌঁছালে অংশগ্রহণকারীরা আজমেরী ওসমানের সহযোগী সন্দেহে এক ব্যক্তিকে আটক করে মারধর করে। পরে তাৎক্ষণিকভাবে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

সর্বশেষ

জনপ্রিয়