০৬ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:১৯, ৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:২০, ৫ সেপ্টেম্বর ২০২৫

দুর্নীতি প্রতিরোধ ট্রাইব্যুনাল ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠনের দাবি

দুর্নীতি প্রতিরোধ ট্রাইব্যুনাল ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠনের দাবি

দুর্নীতি রোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘দুর্নীতি প্রতিরোধ ট্রাইব্যুনাল’ এবং ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন’ গঠনের দাবি জানিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত জনসমাবেশে এ দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, “জনগণ কিছু চায় না- শুধু দুবেলা ভাত খাওয়ার নিশ্চয়তা আর নিরাপত্তা। অথচ স্বাধীনতার পর থেকে ক্ষমতায় আসা সব সরকারই ভাতের উপর আঘাত করেছে। আজও বাজারে আগুন জ্বলছে, যার মূল কারণ ক্ষমতাসীন মহলের দুর্নীতি।”

তিনি ড. ইউনূস সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দুর্নীতি প্রতিরোধ ট্রাইব্যুনাল ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠন করে প্রমাণ করুন আপনার সরকার দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স।”

নারায়ণগঞ্জ শাখার আহ্বায়ক কাজী মুন্নি আলমের সভাপতিত্বে সমাবেশে সংহতি প্রকাশ করেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নাছির মিয়া। বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, মাহমুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আফতাব মন্ডল, আবুল মতিন, সালমান শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মোমিন মেহেদী সমাবেশ থেকে ঘোষণা দেন, দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে জনসমাবেশের মাধ্যমে দাবি আদায়ের কর্মসূচি চালিয়ে যাবে নতুনধারা বাংলাদেশ এনডিবি, যতদিন না এ দুটি কমিশন গঠনের ঘোষণা আসে।

সর্বশেষ

জনপ্রিয়