০৬ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৬, ৫ সেপ্টেম্বর ২০২৫

ফতুল্লায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফতুল্লায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. ইকবাল হোসেন বলেছেন, “সমৃদ্ধি, সম্প্রীতি ও শান্তির সূচকে আমরা জাতীয়ভাবে এখনো অনেক পিছিয়ে আছি। এটা বর্তমান ও ভবিষ্যৎ দুই প্রজন্মের জন্যই অধিকতর কাজের একটি ক্ষেত্র ও সুযোগ। সকল মানবিক গুণাবলীর পাশাপাশি শিক্ষার্থীদের অবশ্যই মৌলিক ও গভীর জ্ঞান এবং কারিগরি ও যোগাযোগ-উপস্থাপন দক্ষতা অর্জনের মধ্য দিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের সুযোগ্যভাবে গড়ে তুলতে হবে।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার কাশীপুরে দারুসুন্নাহ কামিল মাদরাসা মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাশীপুর নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনিসুর রহমান জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন—শিল্পপতি দীল মোহাম্মদ ইমরান, দন্ত চিকিৎসক ডা. কামরুজ্জামান সুজন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল হোসেন রতন, সিনিয়র সহসভাপতি সরদার সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে কাশীপুর ইউনিয়নের পাঁচটি স্কুল ও মাদরাসার এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়