০৬ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশিত: ২০:১৭, ৫ সেপ্টেম্বর ২০২৫

জেলা একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা

জেলা একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা

একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং-৪৬৫৪) নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার দক্ষিণ সেয়াচর এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দপ্তর সম্পাদক লোকমান আলী।

সভায় প্রধান অতিথি নবগঠিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন সভাপতি আবু সুফিয়ান, কার্যকরী সভাপতি বাদল প্রদান, সহ-সভাপতি রেহানা বেগম, সাধারণ সম্পাদক শাহজাহান প্রদান, যুগ্ম সম্পাদক ইউনুস, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, প্রচার সম্পাদক মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক পারভিন, আইন ও দরকষাকষি সম্পাদক ফয়সাল, শিক্ষা ও গবেষণা সম্পাদক আফসানা আক্তার মীম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুক্তা, মহিলা সম্পাদক শিউলি আক্তার, কার্যকরী সদস্য আফরিন আক্তার, ময়না, ফাহিম ও বিউটি আক্তার।

সর্বশেষ

জনপ্রিয়