বাস ভাড়া বৃদ্ধিতে তরিকুল সুজনের প্রতিবাদ

গণঅভ্যুত্থান পরর্বতীতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন করে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন যাত্রী অধিকার ফোরামের যুগ্ম আহ্বায়ক ও গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন।
বুধবার (২০ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে গত ১ যুগের বেশি সময় ধরে আন্দোলন করছি। গত আওয়ামী শাসনামলে স্থানীয় ওসমান পরিবার পরিবহন খাত দখল করে কোটি কোটি টাকা চাঁদাবাজি করতো। তাদের সন্ত্রাসী বাহিনীর কাছে পরিবহন মালিকরাসহ সাধারণ যাত্রীরা জিম্মি ছিল। বাস ভাড়া কমানোর দাবিতে সেসময় আন্দোলন করে বহুবার আমিসহ আমাদের নেতা-কর্মীরা হামলার শিকার হয়েছিলাম। সেই হামলা এবং ওসমান বাহিনীকে মোকাবিলা করে আমরা যৌক্তিক বাস ভাড়া নির্ধারণ করতে সক্ষম হয়েছিলাম।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ওসমান পরিবার নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গেলে পরিবহন খাত মাফিয়া এবং সিন্ডিকেট মুক্ত হয়। তার প্রেক্ষিতে নতুন করে বাস ভাড়া পুনঃনির্ধারন করা এবং ঢাকা নারায়ণগঞ্জ রুটের রাস ভাড়া ৪৫ টাকা করার দাবিতে আমরা প্রায় মাসব্যাপী আন্দোলন কর্মসূচি করলে নারায়ণগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণের প্রস্তাব দেন। নারায়ণগঞ্জের পরিস্থিতি বিবেচনা নিয়ে আমরা জেলা প্রশাসকের প্রস্তাব মেনে নেই।
এই বাস ভাড়া বৃদ্ধি প্রশাসনের প্রতি মানুষের অনাস্থা বৃদ্ধি করবে জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থান পরর্বতীতে নতুন করে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কোন ভাবেই যৌক্তিক নয়। বাস মালিকদের অন্যায্য দাবির প্রতি প্রশসনের নতি শিকার এবং যাত্রী সাধারণের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে আমি মনে করি। এর প্রতিক্রিয়া হিসেবে যাত্রীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করবে। শহরে যানজট, চাঁদাবাজি, দখলসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারায় নগরবাসীর মধ্য অসন্তোষ রয়েছে। এই বাস ভাড়া বৃদ্ধি প্রশাসনের প্রতি মানুষের অনাস্থা বৃদ্ধি করবে। এবং জেলা প্রশাসকের ইতিবাচক কাজ গুরুত্ব হারাবে বলে আমি আশঙ্কা করি।
জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়ে তিনি বিবৃতিতে আরও জানান, বাস মালিকদের দাবির প্রেক্ষিতে কোন ধরনের সময় না নিয়ে, যথাযথ পর্যালোচনা ছাড়া ৫ টাকা বৃদ্ধি কোন ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এবং নগরবাসীসহ যাত্রী সাধারণের অসন্তোষ বিবেচনায় নিয়ে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার করুন।