বাস ভাড়া ৫ টাকা বৃদ্ধি: ছাত্র ফেডারেশনের প্রতিবাদ ও প্রত্যাখ্যান

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন-উৎসব বাসে ৫ টাকা ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ছাত্র ফেডারেশন। বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা ও সাধারণ সম্পাদক সৃজয় সাহা এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “পরিবহন মালিকদের সিন্ডিকেট জনসাধারণকে যাতায়াতের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় বাড়িয়ে আর্থিক চাপ সৃষ্টি করা মোটেও গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও উল্লেখ করেন, জেলা প্রশাসকের আহ্বানে অনুষ্ঠিত সভায় মালিকরা জানিয়েছেন তারা ৫২ সিটের গাড়ি ৪৫ সিটে রূপান্তর করেছে এবং কমানো ৭ সিটের ভাড়া উত্তোলনের জন্য ভাড়া বৃদ্ধি চেয়েছে। তিনি বলেন, “বাসের সিট সংখ্যা নির্ধারণ হবে রাস্তা-দূরত্ব ও পরিবহনের কাঠামোর ভিত্তিতে। মালিকদের নিজস্ব সিদ্ধান্তে সিট সংখ্যা পরিবর্তন এবং সেই বোঝা যাত্রীর ওপর চাপানো অযৌক্তিক।”
সাধারণ সম্পাদক সৃজয় সাহা বলেন, “যেখানে জ্বালানি মূল্য বৃদ্ধি পায়নি এবং দূরত্বের পরিমাপেও কোনো পরিবর্তন হয়নি, সেখানে ৫ টাকা ভাড়া বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। ছাত্র ফেডারেশন গণবিরোধী এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এবং দাবি জানায় তা বাতিল করতে।”
ছাত্র নেতারা শিক্ষার্থীদের কাছে আহবান জানিয়ে বলেন, নির্ধারিত মূল্যের অর্ধেক অর্থাৎ ২৮ টাকা ভাড়া প্রদানের জন্য প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র ব্যবহার করুন। পরিবহন কর্তৃপক্ষ যদি হয়রানি করে, তাৎক্ষণিক প্রশাসনিক সহায়তা গ্রহণ করুন।
জেলা প্রশাসকের সভায় শিক্ষার্থীদের জন্য নিঃশর্ত (সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা) হাফপাস নিশ্চিত করা হয়েছে। ছাত্র ফেডারেশন শিক্ষার্থীদের এই অধিকার রক্ষায় সংগঠিত হয়ে থাকার আহ্বান জানায়।