আইনজীবী সমিতির নির্বাচনে
বিএনপির প্যানেলের বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ জামায়াতপন্থীদের

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের বিরুদ্ধে ভোটারদের হুমকি-ধামকি দেয়া ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন জামায়াতপন্থী আইনজীবীদের প্যানেল বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা।
বুধবার (২০ আগস্ট) দুপুরে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি শেষে আইনজীবী সমিতির ভবনের সামনে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে এ অভিযোগ করেন তারা।
ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি প্রার্থী অ্যাড. এ হাফিজ মোল্লাহ্ বলেন, “আমরা আইনজীবীরা জনগণকে আইন ও ন্যায়ের মাধ্যমে মুক্তি দেই। সেই আইনি পেশা ও নির্বাচনে যদি হুমকি-ধামকি শুনতে হয়, তাহারা কী ধরনের আইনজীবী—এটা আমার বোধগম্য নয়। আইনজীবীর আচরণ হবে আদর্শিক। কিন্তু আইনজীবীরাই যদি নির্বাচনে হুমকি-ধামকি দেন, তাহলে জনগণ কী শিখবে? এটা অত্যন্ত লজ্জাকর। এ ধরনের বক্তব্য অবিলম্বে পরিহার করতে হবে। আইনজীবীদের মান-মর্যাদা নষ্ট করা হলে আমরা ১৬০০ আইনজীবী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলব।”
সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. মঈন উদ্দীন মিয়া বলেন, “আমরা ভোটারদের দ্বারে দ্বারে গেলে বারবার অভিযোগ আসছে—টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে ভোট না দেওয়ার জন্য। একের পর এক আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। গতকাল আমাদের একটি প্রোগ্রামে এসে সরাসরি আমাদের ১৮ ব্যাচের জুনিয়র আইনজীবীদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন। তাছাড়া নীল প্যানেলের সভাপতি-সেক্রেটারি উপস্থিত থেকে জিপি-পিপিদের নিয়ে রাতে গোপনে বৈঠক করে শপথ করানো হচ্ছে, যা একটি প্যানেলকে ভোট দিতে বাধ্য করার অযৌক্তিক প্রচেষ্টা।”
এ সময় জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের অন্যান্য প্রার্থী ও সমর্থক আইনজীবীরাও উপস্থিত ছিলেন।