বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ ৮ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত নারীসহ ৮ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২০ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মাধবপাশা এলাকার গনী মিয়ার ছেলে সিআর মামলার আসামি সোহান (২৩), মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার মৃত আল হাসান মিয়ার ছেলে জিআর মামলার আসামি মধু রানা (৪৬), পুরান বন্দর চৌধুরীবাড়ি কলোনি এলাকার রবিউল মিয়ার ছেলে সিআর মামলার আসামি সাব্বির হোসেন (২৩), বক্তারকান্দী এলাকার মৃত হাজী শাহজাহান মিয়ার মেয়ে সিআর মামলার আসামি আফসানা বেগম (৪৪), চাঁনপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি ইমরান (১৮), কদমতলী এলাকার ইউসুব আলীর ছেলে নন-এফআইআর আসামি সনেট (৩৫), বেঁজেরগাঁও এলাকার ইসমাঈল মিয়ার ছেলে সিআর মামলার আসামি মামুন (৩০), চাঁনপুর এলাকার মোতালেব মিয়ার ছেলে জিআর মামলার আসামি রাসেল (২০)।
পুলিশ জানায়, বিভিন্ন মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে।