২১ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৯, ২০ আগস্ট ২০২৫

অতিরিক্ত ৫ টাকা বাস ভাড়া প্রত্যাহারের দাবি গণসংহতি আন্দোলনের

অতিরিক্ত ৫ টাকা বাস ভাড়া প্রত্যাহারের দাবি গণসংহতি আন্দোলনের

নারায়ণগঞ্জে উৎসব-বন্ধন পরিবহনে ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে গণসংহতি আন্দোলন। বুধবার (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন ও নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তরিকুল সুজন বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে গত বছরের ৭ নভেম্বর দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়। অথচ আজ জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাস মালিকদের দাবির প্রেক্ষিতে ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। তিনি বলেন, "আমরা পূর্বেই সরকারি বিধি ও দূরত্ব-ইউনিটের হিসাব তুলে ধরে ৪৫ টাকা ভাড়া যৌক্তিক দাবি করেছিলাম। কিন্তু সমঝোতার ভিত্তিতে ৫০ টাকা ভাড়া মেনে নেই। এখন বাস মালিকরা অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধির দাবি তুলেছে এবং প্রশাসন সে সিদ্ধান্ত মেনে নিয়েছে, যা গ্রহণযোগ্য নয়।"

তিনি আরও প্রশ্ন তোলেন, "৫২ সিটের বাসকে কেন ৪৫ সিট করা হলো? জনস্বার্থের কথা বলে কেন অতিরিক্ত ভাড়ার চাপ সাধারণ যাত্রীদের বহন করতে হবে?"

অঞ্জন দাস বলেন, "অতীতে ফ্যাসিবাদি সময়ে বাস মালিকদের ওসমান বলয়ে চাঁদা দিতে হতো। কিন্তু অভ্যুত্থানের পর সেখান থেকে মুক্তি মিলেছে। গত এক বছরে জ্বালানির দামও বাড়েনি। তাই এই সময়ে ভাড়া বৃদ্ধি অযৌক্তিক। বাস কত সিটে নিবন্ধিত ও চলবে তা পরিবহন কাঠামো নির্ধারণ করবে, মালিকের ইচ্ছায় সিট কমানো বা বাড়ানো যাবে না। মালিকের মনমর্জির সিদ্ধান্ত যাত্রীদের ওপর চাপানো অন্যায্য ও গণবিরোধী।"

উল্লেখ্য, জেলা প্রশাসকের সভাপতিত্বে ডিসি কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় গণসংহতি আন্দোলনের প্রতিনিধি হিসেবে জেলা যুগ্ম সমন্বয়কারী আলমগীর আলম উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়