২০ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৩০, ১৯ আগস্ট ২০২৫

বিশ্ব আলোকচিত্র দিবসে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের সভা

বিশ্ব আলোকচিত্র দিবসে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের সভা

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আরিফ আলম দিপু। এতে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

সূচনা বক্তব্যে ফটো জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক প্রণব কৃষ্ণ রায় বলেন, “১৮৩৯ সালের ১৯ আগস্ট ফ্রান্সে কয়েকজন ফটোগ্রাফারের উদ্যোগে বিশ্ব ফটোগ্রাফি দিবস ঘোষণা করা হয়। এরপর থেকে এটি গোটা পৃথিবীতে পালিত হচ্ছে। বাংলাদেশেও এ বছর ব্যাপকভাবে দিবসটি উদযাপিত হচ্ছে।”

ফটোগ্রাফির গুরুত্ব নিয়ে বক্তারা বলেন, ফটোগ্রাফ সমাজ পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম, যার ভাষা সবাই বুঝতে পারে। আধুনিক প্রযুক্তির কারণে আজ হাতে থাকা ডিভাইসেই ছবি তুলে মুহূর্তে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব। নারায়ণগঞ্জের অনেক ফটোগ্রাফার আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কার অর্জন করেছেন, তবে স্থানীয়ভাবে তারা অবহেলিত।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির আহ্বায়ক জামিরুল হক নিপু, আরটিভির জেলা প্রতিনিধি আনোয়ার হাসান, ফটো জার্নালিস্ট ক্লাবের সদস্য সচিব আহাম্মদ শরীফ পারভেজ, সদস্য রফিকুল ইসলাম রুমন, মুহাম্মদ ইউসুফ আলী প্রধান, মোহাম্মদ রাশিদ চৌধুরী, সাইফুল ইসলাম, এম এ সুমন প্রমুখ।
 

সর্বশেষ

জনপ্রিয়