ইসলামী আন্দোলন ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া উপকমিটি ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার প্রচার ও মিডিয়া উপকমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৫ আগস্ট থানা শাখার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম সংগঠনের প্রচারের কাজকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ উপকমিটি ঘোষণা করেন।
প্রচার ও মিডিয়া উপকমিটির দায়িত্বশীলরা হলেন তত্ত্বাবধায়ক এম. শফিকুল ইসলাম, প্রধান সমন্বয়কারী মাহফুজ উদ্দিন, সমন্বয়কারী সাইদুল ইসলাম সিয়াম, সহকারী সমন্বয়কারী হুসাইন মুহাম্মাদ মুন্না, সদস্য মাওলানা আনোয়ার হুসাইন, আব্দুল্লাহ আল ইমরান, হাফেজ ওমর ফারুক, ইসহাক আল ফরিদী, ফোযায়েল করীম, কামরুজ্জামান, মুহাম্মাদ আবু হানিফ।
ঘোষণা শেষে বক্তব্যে মুহাম্মাদ শফিকুল ইসলাম বলেন, “যে কোনো কাজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে প্রচার অত্যন্ত জরুরি। আর প্রচারের জন্য মিডিয়ার গুরুত্ব অপরিসীম। ফ্যাসিস্ট শাসনামলে আমরা দেখেছি মিডিয়াকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরা হয়েছিলো। তবে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মিডিয়া আবারো সত্য প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে।”
তিনি আরও বলেন, “একসময় ইসলামপন্থীদের কভারেজ দিতে অনীহা প্রকাশ করতো মিডিয়াগুলো। অথচ জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন বাংলাদেশে আমরা চাই, ইসলামী দলগুলোকে এড়িয়ে যাওয়া না হোক। মিডিয়ায় আমাদের কার্যক্রম তুলে ধরার জন্যই এ প্রচার ও মিডিয়া উপকমিটি গঠন করা হয়েছে।”





































