২০ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৫৩, ১৬ আগস্ট ২০২৫

ধ্রুব সাহিত্য পরিষদের দুইদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

ধ্রুব সাহিত্য পরিষদের দুইদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

খ্যাতিমান সাহিত্য সংগঠন ধ্রুব সাহিত্য পরিষদ’র দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত দুইদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার (১৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়েছে।

সমাপণী দিনে অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর ও দেশবরেণ্য ছড়াকার আতিক হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, এবং সঞ্চালনায় ছিলেন সংগঠকরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল। এছাড়াও উপস্থিত ছিলেন জাতিসংঘের পদকপ্রাপ্ত চিত্রশিল্পী এস এ মালেক, নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অভিনয় প্রশিক্ষক আবু হানিফা মাসুম, প্রখ্যাত ছড়াকার নজরুল ইসলাম শান্তু ও কবি শাহানা মান্নান বুলবুল। অনুষ্ঠানটিতে চ্যানেল আইয়ের উপস্থাপক রোকসানা রহমান সামিয়া, অ্যাডভোকেট মনি গাঙ্গুলী, জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন রোমেছ এবং অন্যান্য সাহিত্যিক ও অভিনেতারা উপস্থিত ছিলেন।

আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনিয়া আহমেদ, সাংবাদিক মঞ্জুর আহমেদ মুন্না, একে উজ্জল এবং অভিনেতা মোঃ মুরাদ হোসেন।

সর্বশেষ

জনপ্রিয়