‘এসো আলোর সন্ধানে’ যুব সংগঠনের ১০ বছর পূর্তি উদযাপন

যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধিত সামাজিক সংগঠন ‘এসো আলোর সন্ধানে’ ১০ বছর পূর্তি ও ১১ বছরে পদার্পণ উদযাপন করেছে। সোমবার (৮ জুলাই) নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুল মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নবী হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর ও সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট মো. নবী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিদ্যানিকেতন হাই স্কুলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, উপদেষ্টা এড. রেজাউল করীম খান রেজা, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ সংগঠক শরীফ মো. আরিফ মিহির, ইঞ্জিনিয়ার মো. নিজাম উদ্দিন, আব্দুল আজিজ, মো. মোজাম্মেল হোসেন লিটন, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম হাসমতুল্লাহ, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মন্টু, শতায়ু নারায়ণগঞ্জের সভাপতি এম তাজেমুল ইসলাম, মো. আব্দুল আলিম ভূঁইয়া স্বপন, প্রতিষ্ঠাতা সদস্য আবুল হাছান, আমিরুল রসুল রানা, মো. সোহেল হাওলাদার, আজীবন সদস্য মো. ফয়সাল আহম্মেদ, মো. মফিজুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক অভিজিৎ রায় জয়, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম শাকিল, প্রোগ্রাম সম্পাদক হৃদয় মাহমুদ, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক কাজল সরকার।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর মিলাদ ও দোয়া মাহফিল, কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ফ্রেন্ডশিপ কাবাডি প্রতিযোগিতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
এছাড়া সংগঠনের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।