রূপগঞ্জে হাফেজ মোহাম্মদ লাবিব হাসানকে সংবর্ধনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোরআনের হাফেজ মোহাম্মদ লাবিব হাসানকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার পিতলগঞ্জ আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমিনুল হক ভূঁইয়া (ঝিনু)।
এসময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাত, হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম রিফাত, পরিচালক মুফতি মাওলানা ইয়াকুব আলী আল কাদরী, হাফেজ আল আমিন, কারী মারুফ বিল্লাহ প্রমুখ।
আলোচনায় মোহাম্মদ দুলাল হোসেন বলেন, ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে এ মাদ্রাসা থেকে বেশ কয়েকজন হাফেজ কোরআনুল কারিম সম্পন্ন করেছেন। সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি দিন দিন এগিয়ে যাচ্ছে। দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিতে মাদ্রাসা ও এতিমখানাগুলোর প্রতি সমাজের সকলের সুদৃষ্টি কামনা করেন তিনি।