নুরের উপর হামলার ঘটনায় তরিকুল সুজনের নিন্দা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশত নেতা-কর্মীর ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন।
শনিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, নুরুল হক নুরের ওপর যেভাবে নৃশংস কায়দায় হামলা চালানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা স্পষ্টতই অপরাধের পর্যায়ে পড়ে। গত আওয়ামী শাসনামলেও বিরোধীমতকে দমন করতে নৃশংস ও বর্বরোচিত হামলা চালানো হয়েছে। অথচ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ওই অধ্যায়ের অবসান ঘটেছিল। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন ঘটনা উদ্বেগজনক এবং গণআকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক।
তিনি আরও বলেন, নুরুল হক নুরের ওপর হামলা জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল। কেবল নূরের ওপর নয়, এ ধরনের সহিংসতা ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করে এবং গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষার ওপর আঘাত হানে।
তরিকুল সুজন অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। তিনি সরকারের প্রতি আহ্বান জানান দ্রুত তদন্ত কমিটি গঠন করে হামলার পরিকল্পনা ও উদ্দেশ্য অনুসন্ধান এবং ন্যায়বিচারের ব্যবস্থা করার জন্য। কেননা ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অঙ্গীকার।