৩১ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৫, ৩০ আগস্ট ২০২৫

ক্লিন ইমেজধারীরাই নির্বাচনে মনোনয়ন পাবেন: সাগর

ক্লিন ইমেজধারীরাই নির্বাচনে মনোনয়ন পাবেন: সাগর

নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বন্দর উপজেলাকে আলাদা করার প্রস্তাবের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর। শনিবার (৩০ আগস্ট) দুপুরে বন্দর প্রেসক্লাব মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা সাগর বলেন, “আমি বন্দরের বাসিন্দা। সদর ও বন্দর উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বন্দর উপজেলাকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে একটি চক্রের মাধ্যমে। আমরা এ চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাই।”

তিনি আরও বলেন, “তারুণ্যের অহংকার তারেক রহমানের অঙ্গীকার মোতাবেক নারায়ণগঞ্জ-৫ আসনকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করতে চাই। বিএনপির একমাত্র ক্লিন ইমেজধারীরাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির অনেকে দলীয় নির্দেশনা অমান্য করে দলের বদনাম করেছেন, অথচ তারাও এখন মনোনয়ন প্রত্যাশী। আমি সবসময় রাজধানীতে রাজনীতি করেছি, আজ পর্যন্ত আমার গায়ে কোনো দাগ নেই। ক্লিন ইমেজধারী হিসেবেই আমি মনোনয়ন প্রত্যাশী।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে আমি নারায়ণগঞ্জ সদর ও বন্দরকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব। এ কাজে আমার জীবন চলে গেলেও আমি পিছু হটব না।”

বক্তব্য শেষে গোলাম মোস্তফা সাগর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সর্বশেষ

জনপ্রিয়