৩১ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৩, ৩০ আগস্ট ২০২৫

তারেক রহমানের নির্দেশনায় জনগণের কল্যাণে কাজ করছি: রানা

তারেক রহমানের নির্দেশনায় জনগণের কল্যাণে কাজ করছি: রানা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সদর থানার অন্তর্গত গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।

শনিবার (৩০ আগস্ট) বিকালে শহরের গোগনগর ইউনিয়নের পুরান সৈয়দপুর গোলচত্বর এলাকায় প্রায় ২২০টি নিম গাছ রোপণ করেন গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, “স্বেচ্ছাসেবক দলের কমিটিতে আমরা থাকবো না, কিন্তু এই গাছগুলো অক্সিজেন দিয়ে যাবে। হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম বলবে, আমাদের আগের স্বেচ্ছাসেবক দলের নেতারা এই বৃক্ষরোপণ করেছিল।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নির্দেশনায় জনগণের কল্যাণে কাজ করছি। অনেকে আছে জুট ও বালুর টেন্ডারের পেছনে, কিন্তু আমরা তার পক্ষে নই। আমরা এখনও সর্বত্র জনগণের কল্যাণে বিএনপির কর্মসূচি পালন করছি।”

গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন মির্জা জনি, যুগ্ম আহ্বায়ক সাহেব উল্লাহ রোমান, যুগ্ম আহ্বায়ক দুল্লাল হোসেন, সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহাসিন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মাহাবুব হাসান জুলহাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন, গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জুয়েল দেওয়ান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়