যানজট নিরসনে বিবি রোডে বাস-ট্রাক প্রবেশ নিষিদ্ধের দাবি

নারায়ণগঞ্জে ভয়াবহ যানজট নিরসনে সব ধরনের বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার শহরে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলন।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তফা করিম।
তিনি বলেন, যানজটে আজ নারায়ণগঞ্জ অচল হয়ে পড়েছে। জনগণের মরণযন্ত্রণা থেকে মুক্তি ও স্বস্তির নিশ্বাস ফেরাতে হলে এ সমস্যার স্থায়ী সমাধান জরুরি। এজন্য নগরে সব ধরনের বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার প্রবেশ বন্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, এখন থেকে সব ধরনের পণ্য ট্রাক বা কাভার্ডভ্যানের পরিবর্তে বার্জ ও কার্গোর মাধ্যমে নদীপথে পরিবহন করতে হবে। লোড-আনলোডও নদীপথেই সম্পন্ন করতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী এক মাসের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।