২৮ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৫১, ২৮ জানুয়ারি ২০২৬

কিছু কিছু এলাকায় আমাদের কর্মীদের বাধা দেওয়া হচ্ছে: আল আমিন

কিছু কিছু এলাকায় আমাদের কর্মীদের বাধা দেওয়া হচ্ছে: আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেছেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে মানুষ নির্বিঘ্নে ভোট চাইতে ও ভোট দিতে পারে।

বুধবার ফতুল্লার এনায়েতনগর এলাকায় গণসংযোগকালে এক উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আল আমিন বলেন, “আমরা দেখছি—কিছু কিছু এলাকায় নারী সংগঠক, পুরুষ সংগঠক এবং আমাদের কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের পরেও যদি কেউ মনে করে গায়ের জোর দেখিয়ে টিকে থাকবে, তাহলে সে বোকার স্বর্গে বাস করে। নারায়ণগঞ্জে যদি কারও ভোটাধিকার হরণের চেষ্টা করা হয় বা মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হয়, তাহলে ছাত্র-শ্রমিক-জনতা ঐক্যবদ্ধভাবে এর দাঁতভাঙা জবাব দেবে, ইনশাআল্লাহ।”

এদিন সকালে তিনি পাকাপুল মসজিদ, মাওলা বাজার, পাকবাড়ি, চতলার মাঠ, মুন্সিবাড়ি, বেপাড়ি বাড়ি, গুদারাঘাট, ফাজিল মুন্সিবাড়ি, গাউছিয়া মার্কেট, নবীনগর কবরস্থান, উত্তর নবীনগর, নরসিংহপুর, তারা স্পিনিং মিল ও এতিমখানা এলাকায় গণসংযোগ করেন।

বিকেলে তিনি ফতুল্লার উত্তর ইসদাইর, বুড়ির দোকান ও রেললাইন এলাকায় গণসংযোগ চালান।

গণসংযোগকালে জামায়াত, এনসিপি ও খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়