২৮ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:১৯, ২৮ জানুয়ারি ২০২৬

হাতপাখার রব উঠেছে চারিদিকে: মুফতি মাসুম বিল্লাহ

হাতপাখার রব উঠেছে চারিদিকে: মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “গত ৫৪ বছরে মানুষ বিভিন্ন প্রতীক ও দল দেখেছে; কিন্তু দেশ গঠনের জন্য এবার জনগণ হাতপাখাকেই দেখতে চায়। এবার সবাই হাতপাখায় ভোট দেবে, চারিদিকে হাতপাখার রব উঠেছে।”

বুধবার (২৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ নগরীর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সী, অ্যাসিস্ট্যান্ট হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম, অর্থ সম্পাদক এবং মহানগর ছাত্র আন্দোলনের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় মুফতি মাসুম বিল্লাহ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের এক নারী কর্মীর ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।

নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “দলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে বিভিন্ন এলাকায় হাতপাখার পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণ ভোট প্রয়োগ করতে পারলে আমরা বিজয়ী হবো, ইনশাআল্লাহ।”

সর্বশেষ

জনপ্রিয়