হাতপাখার রব উঠেছে চারিদিকে: মুফতি মাসুম বিল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “গত ৫৪ বছরে মানুষ বিভিন্ন প্রতীক ও দল দেখেছে; কিন্তু দেশ গঠনের জন্য এবার জনগণ হাতপাখাকেই দেখতে চায়। এবার সবাই হাতপাখায় ভোট দেবে, চারিদিকে হাতপাখার রব উঠেছে।”
বুধবার (২৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ নগরীর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সী, অ্যাসিস্ট্যান্ট হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম, অর্থ সম্পাদক এবং মহানগর ছাত্র আন্দোলনের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় মুফতি মাসুম বিল্লাহ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের এক নারী কর্মীর ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।
নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “দলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে বিভিন্ন এলাকায় হাতপাখার পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণ ভোট প্রয়োগ করতে পারলে আমরা বিজয়ী হবো, ইনশাআল্লাহ।”





































