তিনটি এতিমখানায় ডিসির কম্বল বিতরণ
নারায়ণগঞ্জে শীতের তীব্রতা মোকাবেলায় জেলা প্রশাসন মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে তিনটি এতিমখানায় কম্বল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক রায়হান কবির কম্বল বিতরণের সময় বলেন, “শীতের প্রকোপ এবার অনেক বেশি। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করছি সুবিধা বঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। আজ আমরা এতিমখানার বাচ্চাদের মাঝে কম্বল তুলে দিচ্ছি, যাতে তাদের শীতের জন্য পূর্বপ্রস্তুতি থাকে।”
ফতুল্লার জামিয়া ইবনে আব্বাস (রাঃ) ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া আল মিকাত মাদ্রাসা ও এতিমখানা, এবং ভূঁইগড় দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মোট ২৫০টি কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান, সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার প্রমুখ।





































