সিদ্ধিরগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে ইয়াবা পাচারের সময় ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৬টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে মেসার্স জোনাকি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আরাফাত মিয়া (২২), কক্সবাজারের টেকনাফ থানার মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আরাফাত মিয়া কক্সবাজার থেকে নিয়মিতভাবে নারায়ণগঞ্জে ইয়াবা পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একাধিকবার ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





































