শততম তারিখেও জমা পড়লো না ত্বকী হত্যার চার্জশিট
নারায়ণগঞ্জের কিশোর তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার ১০০তম ধার্য তারিখ ছিল বুধবার (৭ জানুয়ারি)। তবে মামলার ৬১তম তারিখ পার হয়ে গেলেও র্যাব আদালতে চার্জশীট জমা দিতে পারেনি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ত্বকীর বাবা রফিউর রাব্বি।
বুধবার সকাল ১১টায় মামলাটি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে উঠেছে।
মামলার আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল জানান, আসামিদের মধ্যে ইউসুফ হোসেন লিটন, রিফাত বিন ওসমান, ইয়ার মোহাম্মদ পারভেজ, তায়েফ উদ্দিন জ্যাকি, মামুন মিয়া, কাজল হালদার ও সাফায়ত হোসেন শিপন আদালতে হাজির হয়েছেন। পলাতক রয়েছে সুলতান শওকত ভ্রমর ও সালেহ রহমান সীমান্ত।
আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে আইনজীবী কাজল বলেন, “ত্বকী হত্যার এক যুগ পার হলেও চার্জশীট জমা দেওয়া হয়নি। আগের সরকারের আমলে রাজনৈতিক প্রভাবের কারণে এ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী সরকারের আমলে চার্জশীট জমা হবে, কিন্তু আজও হয়নি।”
আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাকে দ্রুত চার্জশীট জমা দেওয়ার তাগিদ দেন এবং পরবর্তী ধার্য্য ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেন।
ত্বকীর বাবা রফিউর রাব্বি চার্জশীট না দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “অন্তর্বর্তী সরকারের দেড় বছরেরও বেশি সময় পার হয়েছে, ১০০ ধার্য্য তারিখ পার হলেও চার্জশীট না দেওয়া র্যাবের ব্যর্থতার প্রমাণ। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
২০১৩ সালের ৬ মার্চ ত্বকী নিখোঁজ হন। দুই দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ র্যাব জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। আদালতে স্বীকারোক্তি জবানবন্দি ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট প্রতি মাসের ৮ তারিখ ধারাবাহিকভাবে মোমশিখা প্রজ্বালনের মাধ্যমে বিচার প্রাপ্তির দাবি জানিয়ে আসছে।





































